শ্রীশ্রী গুরু-গৌরাঙ্গৌ জয়তঃ
তীর্থ দর্শন– ২০২০ (উত্তর ভারত)
“তীর্থ দর্শনে মানব জীবন ধন্য করুন” ৩০ দিনব্যাপী বাসযোগে ভারতের বিভিন্ন তীর্থস্থান দর্শন
সুধী,
শ্রীশ্রী গুরু-গৌরাঙ্গের অশেষ কৃপায় আগামী ……………………………………………..৩০ দিনের জন্য নিম্নলিখিত তীর্থস্থানসমূহ মাহাত্ম্য-বর্ণনা ও শ্রীহরিনাম কীর্তন সহযোগে দর্শন করানো হইবে।
তীর্থ ও দর্শনীয় স্থানসমূহ
১। বেনাপোল: নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের পাটবাড়ী।
২। শ্রীধাম মায়াপুর: শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, ইস্কন মন্দির ইত্যাদি।
৩। গয়া: শ্রীবিষ্ণুপাদপদ্ম দর্শন ও পিণ্ড-দান, ফল্গুনদী, অক্ষয়বট দর্শন।
৪। বুদ্ধ গয়া: বৌদ্ধমন্দির, বোধি বৃক্ষ দর্শন।
৫। প্রয়াগ: (এলাহাবাদ) গঙ্গা-যমুনা-সরস্বতী (ত্রিবেণী) সঙ্গম স্থলে স্নান ও পূজা, রাজা অশোকের দূর্গ, হনুমানের পাতাল বিজয়।
৬। আগ্রা: তাজমহল দর্শন (নিজ দায়িত্বে) ।
৭। মথুরা: কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির, বিড়লা মন্দির দর্শন।
৮। শ্রীবৃন্দাবন: শ্রীগোবিন্দ, শ্রীমদনমোহন, শ্রীরাধারমণ, শ্রীশ্যামসুন্দর, শ্রীদামোদর, শ্রীবঙ্কুবিহারী, লালাবাবু ও জগৎশেঠের মন্দির, নিধুবন, নিকুঞ্জবন, বংশীবট, পঞ্চক্রোশ শ্রীবৃন্দাবন পরিক্রমা, শ্রীকৃষ্ণ-বলরামবৃক্ষ, কালীয় দমন, কেশী ঘাট, বস্ত্রহরণ (কেলী কদম্ব), ইমলিতলা (মহাপ্রভুর বৈঠক), মহাপ্রভুর বিশ্রাম স্থান, ইস্কন শ্রীকৃষ্ণ-বলরাম মন্দির ইত্যাদি দর্শন।
৯। রাধাকুণ্ড: শ্যামকুণ্ড: রাধাকুণ্ড–শ্যামকুণ্ডে-স্নান ও পূজা, শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর সমাধি, গোপীনাথ জিউর মন্দির, জাহ্নবা ঘাট, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি ও ভজন কুটির, পঞ্চপাণ্ডব বৃক্ষ, ললিতা কুণ্ড-, তমালতলা।
১০। প্রেম–মন্দির: প্রস্তরনির্মিত অপূর্ব সৌন্দর্য্যমণ্ডিত মন্দির।
১১। গোবর্ধন: সপ্তক্রোশ গিরিগোবর্ধন পরিক্রমা, কুসুম সরোবর, মানস গঙ্গা, চাকলেশ্বর শিব, দানঘাট, গোবিন্দ কুণ্ড, গিরিরাজ গোবর্ধনের মুখারবিন্দের পূজা, উদ্ধবকুণ্ড দর্শন।
১২। নন্দগ্রাম: নন্দীশ্বর পর্বতের উপরিভাগে নন্দ মহারাজের মন্দির, পাবন সরোবর তীরে শ্রীল সনাতন গোস্বামীর ভজন কুটির দর্শন।
১৩। বর্ষণা: বর্ষাণ পর্বতের উপরিভাগে শ্রীবৃষভানু রাজার মন্দির, মান সরোবর ও মন্দির, ময়ূরকুঞ্জ দর্শন।
১৪। গোকুল: ৮৪ স্তম্ভ বিশিষ্ট শ্রীকৃষ্ণের বাল্যলীলা মন্দির, যমলার্জুন ভঞ্জন স্থান, ব্রহ্মা- ঘাট (কৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ), রমণরেতি দর্শন।
১৫। দিল্লী: ইস্কন মন্দির, মিউজিয়াম, লোটাস ট্যাম্পল, মহাত্মাগান্ধী মিউজিয়াম, ইণ্ডিয়া গেট, মহাত্মাগান্ধী, ইন্দিরাগান্ধী, রাজীবগান্ধীর সমাধি, রাষ্ট্রপতি ভবন, পার্লামেন্ট ভবন।
১৬। কুরুক্ষেত্র: সূর্যকুণ্ড ও ব্রহ্মকুণ্ডে স্নান, জ্যোতিশ্বর (ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে গীতার জ্ঞানদান স্থান), প্রস্তর নির্মিত সুবিশাল রথে কৃষ্ণ ও অর্জুন, ভীষ্মের শরশয্যা, বাণগঙ্গা দর্শন।
১৭। হরিদ্বার: গঙ্গা আরতী ও স্নান, পাবন ধাম, শিবানন্দ আশ্রম, আচার্য বেলা (ইণ্ডিয়া টেম্পল), চিত্রকুট আশ্রম, ভূমা নিকেতন, মাতা বৈষ্ণবীদেবী মন্দির।
১৮। কঙ্খল: প্রজাপতি দক্ষ মন্দির, দক্ষ যজ্ঞস্থল, হরিহরি মন্দির, গীতা মন্দির, জগৎগুরু আশ্রম, মানব কল্যাাণ আশ্রম, মা আনন্দময়ী আশ্রম দর্শন।
১৯। হৃষিকেশ: রাম ঝোলা ও লক্ষ্মণ ঝোলা দর্শন।
২০। নৈমিষারণ্য: ললিতা দেবী মন্দির, সূতগদী, চক্রকুণ্ড, ব্যাসগদী, হনুমানের পাতাল বিজয় দর্শন।
২১। অযোধ্যা: হনুমানগদী, শ্রীরাম জন্মভূমি, রাজা দশরথের রাজবাড়ী, কনক ভবন, বাল্মিকী রামায়ণ মন্দির, রামবল্লভা মন্দির, জানকীবল্লভ মন্দির।
২২। কাশীধাম: শ্রীদশাশ্বমেধ ঘাট, মনি-কর্ণিকা ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, শ্রী বিশ্বনাথ মন্দির, মাতা অন্নপূর্ণা মন্দির দর্শন।
২৩। পুরীধাম: শ্রীশ্রী জগন্নাথ মন্দির, গুণ্ডিচা মন্দির, গম্ভীরামঠ, সার্বভৌম ভট্টাচার্য্যরে বাড়ী, টোটা গোপীনাথ, হরিদাস ঠাকুরের সমাধি, নীলাচল, সিদ্ধ বকুলতলা, সরস্বতী গোস্বামীর জন্মস্থান দর্শন এবং সমুদ্রে স্নান।
২৪। ভুবনেশ্বর: লিঙ্গরাজ মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, বিন্দু সরোবর।
২৫। রেমুনা: ক্ষীরচোরা গোপীনাথ, মাধবেন্দ্রপুরী-পাদের সমাধি, বাণগঙ্গা দর্শন।
২৬। সাক্ষীগোপাল দর্শন।
২৭। কলকাতা।
আপনার আসনটি আজই সংরক্ষণ করুন
বিস্তারিত জানুন
শ্রী নিধিকৃষ্ণ দাস ব্রহ্মচারী
মোবাইল: ০১৭১৫–১৯২১১৫
১। প্রত্যেক যাত্রীকে পাসপোর্টধারী হইতে হইবে।
২। বুকিং এর জন্য প্রতিজন যাত্রীকে অগ্রীম ২,০০১/= টাকা প্রদান করিতে হইবে।
৩। যাত্রীর সাথে কোন ছোট ছেলে / মেয়ে থাকিলে তার জন্য ভ্রমণের সম্পূর্ণ টাকা পরিশোধ করিতে হইবে।
৪। পকেট খরচসহ অন্যান্য যাবতীয় খরচ যেমন- শ্রাদ্ধ, পূজা, দান-প্রণামী ইত্যাদি যাত্রীগণের নিজের খরচে করিবেন।
৫। সিট বরাদ্দ কর্তৃপক্ষের বিবেচনায় থাকিবে। পরিচালক মণ্ডলীকে, যাত্রীগণ সর্বতোভাবে সাহায্য করিয়া ভ্রমণকে সুন্দর ও সার্থক করিয়া তোলার অনুরোধ রহিল।
৬। দেশকাল বিবেচনায় পরিচালক মণ্ডলী প্রোগ্রাম পরিবর্তন করিতে পারেন।
৭। পরিচালক মণ্ডলীর অনুমতি ব্যতিরেকে ভ্রমণকালে কেউ কোথাও যাইতে পারিবেন না, গেলে নিজ দায়িত্বে যাইবেন।
৮। যাত্রীদের ভিসা সহযোগিতা, ডলার এনডোর্সমেন্ট, ট্রাভেল ট্যাক্স, বর্ডার খরচ কর্তৃপক্ষের দায়িত্বে থাকিবে।
৯। বুকিং দেওয়ার ১৫ দিনের মধ্যে প্রত্যক যাত্রীকে পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হইবে।
বিঃ দ্রঃ প্রত্যেক যাত্রীকে পাসপোর্টের সঙ্গে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ যথা
- N. ID কার্ডের ফটোকপি,
- সর্বশেষ প্রাপ্ত বিদ্যুৎ বিল / জলের বিল / গ্যাস বিল
- চেয়ারম্যান বা কমিশনারের সনদপত্র
- পেশাগত প্রমানপত্র কৃষি/ব্যবসা/সরকারী অথবা অবসরপ্রাপ্ত সরকারী চাকুরী, তার প্রমাণপত্রের ফটোকপি পাঠাতে হবে এবং এক কপি বর্ডারের জন্য সঙ্গে রাখতে হবে।
১০। প্রত্যেকের সদ্য তোলা ২ কপি 2×2 (DV) সাইজ, ল্যাব প্রিন্ট, যার ব্যাকগ্রাউণ্ড হবে সাদা, রঙ্গিন ছবিসহ পাসপোর্ট ট্যুর কর্তৃপক্ষের নিকট জমা দিতে হইবে।
১১। সময়োপযোগী সাপেক্ষে যাত্রীদের বিছানা, মশারী, থালা, গ্লাস, প্রয়োজনীয় ঔষধ, টর্চলাইট, তালা সঙ্গে নিবেন।
বিঃ দ্রঃ সঙ্গে কোন ট্রলিব্যাগ নেওয়া যাবে না।
গয়াধামে পি-দান, শ্রাদ্ধক্রিয়া, ত্রিবেণীতে অস্থিপ্রদান ও তর্পণের সুব্যবস্থা আছে।
তথ্য ও যোগাযোগ
শ্রী নিধিকৃষ্ণ দাস ব্রহ্মচারী মোবা: ০১৭১৫–১৯২১১৫
শ্রী ঈশ্বর গৌরহরি দাস ব্রহ্মচারী মোবা: ০১৭১৭–৯০৫৫২২
শ্রী বিশ্বম্ভর মাধব দাস মোবা: ০১৭৫২–৮৬৬৭৮০
আয়োজনে
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)
প্রতিষ্ঠাতা আচার্য: কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
স্বামীবাগ আশ্রম
৭৯ স্বামীবাগ রোড, ঢাকা- ১১০০, ফোন: ০২-৪৭১১৫৬৩৮, মোবা: ০১৭১৫-১৯২১১৫
Email: dhakaiskcon.bd@gmail.com
Website: www.iskcondhaka.org
Click on link : Online Registration for Tirtha Darshan -2020