ভক্তিবৃক্ষের ভাবধারা ও শ্রীচৈতন্য মহাপ্রভু
একলা মালাকার আমি কাহাঁ কাহাঁ যাব।
একলা বা কত ফল পাড়িয়া বিলাব ॥ (চৈ.চ)
অনুবাদ: আমি একমাত্র মালাকার একা একা কত জায়গায় যেতে পারি? কত ফলই বা পেড়ে বিলাতে পারি?
ভক্তিবৃক্ষ কি:
প্রত্যেক ব্যক্তি যাতে ভক্তিযোগ অনুশীলন করতে পারে, ভক্তি মার্গে বিকাশ লাভ করে এবং সেই প্রক্রিয়ার প্রচার ও প্রসার সাধন করতে পারে সেই উদ্দেশ্যে ভক্তিবৃক্ষের উৎপত্তি হয়, যা ইসকন প্রবর্তিত ও শাস্ত্র নির্দেশিত।
বাংলাদেশে ভক্তিবৃক্ষের কার্যক্রমের অগ্রযাত্রা:
বিশেষ করে বাংলাদেশে বর্তমানে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়াসহ বিভিন্ন স্থানে ভক্তিবৃক্ষ কার্যক্রমের সুন্দর পরিকল্পনা লক্ষ করা যায়। আপনিও এই সংঘের সাথে যুক্ত হয়ে কৃষ্ণভাবনা প্রচারে ব্যাপক ভুমিকা পালন করতে পারেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণীর সার্থক রুপায়ন করতে পারেন।
সাপ্তাহিক কার্যক্রম: (ক) শ্রদ্ধাবান (খ) কৃষ্ণসেবক (গ) কৃষ্ণ সাধন (ঘ) প্রভুপাদ চরণাশ্রয় (ঙ) গুরু চরণাশ্রয় (চ) হরিনাম দীক্ষা (ছ) পঞ্চরাত্রিক দীক্ষা।
মাসিক কার্যক্রম: (ক) জীবন জীজ্ঞাসা সেমিনার (খ) গৃগে বসে অর্চন পদ্ধতি শিক্ষা (গ) দশবিধ সংস্কার (অন্নপ্রাশন, বৈদিক বিবাহ, গর্ভাধান সংস্কার, শ্রাদ্ধক্রিয়া) (ঘ) বৈদিক যজ্ঞ (ঙ) নগর সংকীর্তন (চ) কাউন্সিলিং (ভক্তদের পরিচর্যা) (ছ) দামোদর আরতি অনুষ্ঠান (জ) পারমার্থিক শিক্ষা সফর।
শ্রীল প্রভুপাদের অভিমত:
সকলকে হরেকৃষ্ণ মহামন্ত্র বিতরণের কাজ সম্পন্ন করতে হবে, কারণ শ্রীচৈতন্য মহাপ্রভু একা এত বড় কার্য পরিচালনা করতে পারবেন না, তাই সকলকে তিনি সহযোগিতা করার নির্দেশ দিয়ে গেছেন।
আমাদের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) গড়ে তোলা হয়েছে, যাতে মানুষ বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করে কৃষ্ণভাবনাময় সংসারমুখী ও আনন্দময় জীবন যাপন করতে পারেন। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন প্রতিটা গৃহ একটা মন্দির হয়ে উঠুক। তাই গৃহে থেকে পরিবারের সবাইকে নিয়ে সকাল সন্ধ্যা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গুণকীর্তন, শ্রীমদ্ভগবদ্গীতা – শ্রীমাদ্ভাগবত পাঠ, পূজা পার্বণ সাধুসঙ্গ (গৃহে বসে কৃষ্ণ ভজন) করে নিত্য, শ্বাশত চিন্ময়, সুখ তৃপ্তির মাধ্যমে আদর্শ গৃহস্থ জীবন গড়ে তুলতে চান? তাহলে ভক্তিবৃক্ষে যোগাযোগ করুন:
আপনি কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা ব্যবসায়ী?
আপনি কি আপনার কর্মফল পরিবর্তন করতে চান?
আপনি কি আদর্শ কৃষ্ণভাবনাময় জীবন যাপন করতে চান?
তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আজই যোগাযোগ করুন:
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ( ইসকন )
কেন্দ্রিয় ভক্তিবৃক্ষ কার্যালয়: রুম নং- ২
স্বামীবাগ আশ্রম, ৭৯ স্বামীবাগ রোড, ঢাকা-১১০০
মোবাইল: ০১৯১৪-৩৭৪৩৫৭, ০১৯৩০৩৭৯১৪০