ফুড ফর লাইফ

ইসকন ফুড ফর লাইফ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সারা বিশ্বব্যাপি স্বনামধন্য একটি সনাতন ধর্মীয় সংগঠন। পারমার্থিক কল্যাণের পাশাপাশি বিশ্বব্যাপি দরিদ্র মানুষের মাঝে উদারভাবে বিনামূল্যে খাদ্য বিতরণের লক্ষে ‘ইসকন ফুড ফর লাইফ’বিভাগটি প্রায় ৪০ বছর সময় ধরে সেবা প্রদান করে আসছে। বাংলাদেশে ইসকন ফুড ফর লাইফ’একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক, অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গরিব দুঃখী মানুষের মাঝে খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঔষধ প্রভৃতি বিতরণ করে এদেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আসছে। সম্প্রতি ভূমিকম্প, বন্যা, সুনামীর মতো বহু প্রাকৃতিক বিপর্যয়ে মানবতার সেবায় ‘ইসকন ফুড ফর লাইফ’অগ্রণী ভুমিকা পালন করছে।

ইসকন ফুড ফর লাইফের কার্যক্রম সমূহ:-

১. পথশিশু, বস্তিবাসি এবং স্কুলের ছাত্র-ছাত্রিদের মাঝে খাদ্য বিতরণ

২. কারাগারে কয়েদিদের মাঝে খাদ্য বিতরণ, চিকিৎসা সেবা ও আধ্যাত্মিক শিক্ষা প্রদান

৩. প্রাকৃতিক বিপর্যয়ে দুস্থঃদের মাঝে ত্রাণ বিতরণ

৪. সর্বস্তরের মানুষের মাঝে পারমার্থিক জ্ঞান প্রদান

৫. গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও ছাত্রাবাসের ব্যবস্থা

৬. বিনামূল্যে চিকিৎসা, ঔষধ ও পরিবহন সেবা প্রদান

৭. বিশুদ্ধ পানীর জল সরবরাহ করা

৮. শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

৯. অনাথ ও বৃদ্ধাশ্রম প্রকল্প

১০. কম্পিউটার প্রশিক্ষনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

আমরা আশা করি, আপনি আমাদের এই মহতি কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করে সবার জন্য একটি শাস্তিপূর্ণ সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে এগিয়ে আসবেন। আপনার ক্ষুদ্র সহযোগিতা আমাদের এই মানব কল্যাণে যুক্ত করলে সকল কার্যক্রম ব্যাপকভাবে প্রসারিত করতে সহায়তা করবে।

যোগাযোগ

 আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)

ইসকন ফুড ফর লাইফ

 রুম নং -২/বি

স্বামীবাগ আশ্রম, ৭৯ স্বামীবাগ রোড, ঢাকা-১১০০।

মোবাইল: ০১৯৯৬১৭৮৯২০, ০১৬৭৪০০১৩০০