লাইফ মেম্বার
“ইসকন লাইফ মেম্বার ”-হয়ে বিশ্বব্যাপি কৃষ্ণভাবনামৃত আন্দোলনের গর্বিত অংশীদার হোন
যৎকরোষি যদশ্নাসি যজ্জুহোষি দদাসি যৎ
যত্তপস্যসি কৌন্তেয়য় তৎকুরুষঃ মদর্পণম॥– (গীতা. ৯/২৭)
অনুবাদ: হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান কর, যা আহার কর, যা হোম কর, যা দান কর এবং যে তপস্যা কর, সেই সমস্তই আমাকে সমর্পণ কর ।
ইসকন আজীবন সদস্য হোন। আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি থেকে মুক্ত হোন:
হরে কৃষ্ণ!
ইসকন প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের পরম ইচ্ছা ছিল জাতি–ধর্ম-বর্ণ-নির্বিশেষে প্রতিটি মানুষের অর্থ শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করা । কারণ সমস্ত সম্পদের মালিক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু মানুষ তা ভুলে গেছে । যার ফলে তারা পারমার্থিকভাবে বিভ্রান্তিতে ভুগছেন বা দুঃখ পাচ্ছেন । কারণ এই অর্থ যখন কৃষ্ণ সেবায় না লাগিয়ে শুধুমাত্র জড় আসক্তির কারণে অনর্থে ব্যয় করে ,তখনই মানুষ জাগতিকভাবে বিভ্রান্তিতে পড়ে দুঃখ পায়। ইসকনের উদ্দেশ্য হচ্ছে সেই অর্থকে যথাযথভাবে শ্রীকৃষ্ণের সেবায় লাগিয়ে সমস্ত ব্যক্তিদের পারমার্থিকভাবে কল্যাণ সাধন করা এবং নানাবিধ দুঃখের হাত থেকে মুক্ত করা । আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) যা আজ প্রায় ১৯০ টিরও অধিক দেশে ৭০০ টিরও বেশি ইসকন মন্দির প্রতিষ্ঠা করেছে। তাই আপনিও ইসকনের একজন “লাইফ মেম্বার সদস্য”হয়ে বিশ্বব্যাপি কৃষ্ণভাবনামৃত প্রচারে যুক্ত হয়ে দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করুন এবং নিম্নোক্ত সুযোগসুবিধাগুলো গ্রহণ করুন……….
ইসকন আজীবন সদস্য হলে যে সমস্ত সুযোগ–সুবিধা প্রদান করা হবে:
ক. “ লাইফ মেম্বার কার্ড”দেখালে বিশ্বের যে কোনো ইসকন মন্দিরে ৩ দিন ৩ রাত থাকা ও প্রসাদের ব্যবস্থা করা হয় । (বুকিং আবশ্যক)
খ. শ্রীল এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অনুপম উপহার হিসেবে শ্রীমদ্ভাগবতম সেট প্রদান করা হয়।
গ. বিশ্বের অনুষ্ঠানাদিতে অংশগ্রহণে দিব্য আনন্দে মেতে উঠার সুযোগ প্রদান করা
নিয়মাবলি:
১. ১টি “আজীবন সদস্য”ফরম পূরণ করতে হবে। ( ইংরেজীতে বড় হাতের অক্ষরে )
২. ১ কপি ছবি, ১টি আই ডি কার্ডের ফটোকপি, পাসপোর্টের ফটোকপি ও ইমেইল নাম্বার দিতে হবে।
৩. এককালীন আজীবন সদস্য প্রণামী ২৫,৫৫৫ (পচিশ হাজার পাঁচশত পঞ্চান্ন) টাকা জমা দিতে হবে।
৪. যদি কিস্তিতে পরিশোধ করার ইচ্ছা থাকে তাহলে ১ম কিস্তি সর্বনিম্ন ২০০০ (দুই হাজার) টাকা জমা দিতে হবে। পরবর্তি টাকা বাকি ৯ কিস্তিতে পরিশোধ করতে হবে।
৫. সর্বোচ্চ ১২ মাসের মধ্যে সম্পূর্ণ কিস্তি পরিশোধ করতে হবে।
৬. কিস্তি শেষ না হওয়া পর্যন্ত কোনো কার্ড ও গ্রন্থ দেওয়া হবে না এবং রেজিষ্ট্রেশন করা হবে না ।
৭. প্রতিবার কিস্তি জমা দেওয়ার পর জমা রশিদ সযত্নে সংরক্ষনে রাখতে হবে যা পরবর্তিতে প্রয়োজন হবে।
৮. এককালীন পরিশোধ করলে “আজীবন সদস্য কার্ড ” ও গ্রন্থ একবারেই প্রদান করা হবে।
অনলাইনে ফরম পূরণ করা হয় www.iskcondhaka.org
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন
আন্তজার্তিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন )
আজীবন সদস্য বিভাগ
স্বামীবাগ আশ্রম, ৭৯ স্বামীবাগ রোড, ঢাকা-১১০০
ফোন: ০২-৪৭১১৫৬৩৮, মোবাইল: ০১৬৭৩-৭৭৯৭১০, ০১৭৯০১০৯৭৬৭