নিত্য সেবা
আপনি জানেন কি, আপনার উপার্জিত অর্থ আপনার পরিবারের দুঃখের কারণ হতে পারে আবার আনন্দেরও উৎস হতে পারে? আমরা যখন আমাদের পরিবারের সহিত ভগবানকে যুক্ত করি, তখনই কেবল এক দিব্য আনন্দময় সংসার উপলব্ধি করতে পারি। আর এভাবে আমাদের শ্রম ও উপার্জিত অর্থ দ্বারা ভগবানের সেবা করার মাধ্যমে আমাদের কর্মের সহিত ভগবানকে যুক্ত করে দুঃখ, দুর্দশাময় জীবনকে জয় করতে পারি ।
সেবা অঙ্গিকার সমূহ
১। সদস্যদের জন্য জগন্নাথের অপ্রাকৃত প্রসাদের আয়োজন করা হয়।
২। সদস্যদের প্রদানকৃত অর্থ ভগবানের নিত্যসেবায় ব্যবহৃত হয়।
৩। সদস্যদের পারমার্থিক উন্নতির জন্য মাসিক হরেকৃষ্ণ সমাচার ও ত্রৈমাসিক অমৃতের সন্ধানে প্রদান করা হয়।