সংকীর্তন বিভাগ

সংকীর্তন

যখন কেউ খোল করতাল বাজিয়ে ভগবানের নাম কীর্তন করে তখন তাকে বলা হয় সংকীর্তন। আবার কেউ যখন ভগবানের গুণ মহিমা সমন্বিত গন্থাবলী বিতরণ করেন তাও সংকীর্তন। মৃদঙ্গের আওয়াজ যেমন মানুষকে জাগিয়ে তোলে তেমনিভাবে অপ্রাকৃত গ্রন্থাবলীও মানুষকে মায়ারূপী ঘুম থেকে জাগিয়ে তুলতে পারে। এমনকি যেসব স্থানে মৃদঙ্গের আওয়াজ পৌছানো সম্ভব নয় সেখানে এই দিব্য গ্রন্থগুলি পৌছাতে পারে। এজন্য গ্রন্থকে বৃহৎ মৃদঙ্গও বলা হয়। শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, গ্রন্থ হচ্ছে আমাদের পারমার্থিক জীবনের ভিত্তি স্বরুপ। তাই আমাদের সকলের কর্তব্য এই সংকীর্তন আন্দোলনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করা ।

“শ্রীল এ.সি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এক অমূল্য কর্তব্য সম্পাদন করেছেন। মানব সমাজের মুক্তির জন্য তার রচিত গ্রন্থাবলী এক অনন্য অবদান।”

শ্রীল লালবাহাদুর শাস্ত্রী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী

“যদি তোমরা আমাকে প্রকৃতপক্ষে সন্তুষ্ট করতে চাও তাহলে আমার এই গ্রন্থগুলি বিতরণ কর।”

শ্রীল প্রভুপাদ