Study Circle

 

 

JAGRATA CHATRA SAMAJ

Spiritual Academy for formation & Education

(SAFE)

What is SAFE (সেইফ কি?)

Spiritual Academy for formation & Education আধ্যাত্মিক জীবন গঠন ও বিদ্যাপীঠ। ছাত্র-ছাত্রীরা একটি আদর্শ জীবনপ্রণালী গ্রহণের অপূর্ব সুযোগ লাভের মাধ্যমে সামাজিক অবক্ষয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। একটি পারমার্থিক শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আধ্যাত্মিক চেতনাকে বিকশিত করতে পারবে। এই একডেমি ‘জাগ্রত ছাত্র সমাজ’ গঠনের মাধ্যমে সংঘবদ্ধভাবে ছাত্র-ছাত্রীদের কৃষ্ণভাবনামৃত অনুশীলনের সুযোগ প্রদান করবে। পাশাপাশি পিতা-মাতা, অভিভাবক, শিক্ষক, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কার্যক্রমে যুক্ত হয়ে নিজে উপকৃত হবেন এবং আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবেন।

 

Our Vision

১। শিক্ষার্থীদের পারমার্থিক জীবন প্রণালী প্রদানের মাধ্যমে সুরক্ষিত করা। (Protection)

২। পিতা-মাতা ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সহায়তা প্রদান করা। (Art of Parenting)

৩। সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের উদ্বুদ্ধ করার মাধ্যমে আদর্শ সমাজ গঠনে ভূমিকা পালন করা। (Social Structure)

৪। যথাযথ জ্ঞান প্রদান করার মাধ্যমে সমাজকে কুসংস্কার মুক্ত করা। (Social Service)

৫। পারমার্থিক চেতনাসম্পন্ন নেতৃত্ব প্রদানকারী যোগ্য মানুষ তৈরী করা। (Spiritual Leadership)

 

Our Mission

১। শিক্ষার্থীদের গীতার জ্ঞান সম্বন্ধে অবগত করানো। (Spiritual Knowledge)

২। সনাতন ধর্ম, বৈদিক শিক্ষা ও সংস্কৃতির চর্চার মাধ্যমে মানব জীবন সার্থক করা। (Religious & Vedic Culture)

৩। শিশুদের নীতিবান ও মূল্যবোধ সম্পন্ন চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলা । (Honest Personality)

৪। পারস্পারিক সহযোগিতা ও সম্পর্ক সৃষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের স্ব-চেতনাবোধ ও আদর্শবান হিসেবে গড়ে তোলা। (Mutual Relationship)

৫। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভুর হরেকৃষ্ণ আন্দোলন প্রচার ও প্রসারকে সুগঠিত করা। (Spread to Hare Krishna Movement of Lord Chaitanya)

৬। ভগবৎ কেন্দ্রিক আদর্শ জীবন প্রণালী অনুসরণে উদ্বুদ্ধ করা। (Spiritual life Style)

৭। দিব্য আনন্দময় পরিবেশ সৃষ্টির মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও প্রীতিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। (Chaitanya Brotherhood)

৮। কৃষ্ণভাবনামৃত প্রচারের যোগ্যতা অর্জনের জন্য প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা। (Preaching)

 

Our Activities

১। কোর্স -সিলেবাস ভিত্তিক পাঠদান ও পরীক্ষা ব্যবস্থা। (Course Based Academic System)

২। ব্যবহারিক বিষয়ে (সদাচার) শিক্ষাদান। (Pratical)

৩। সংগীত, চিত্রাংকন ও বাদ্যযন্ত্র প্রাশিক্ষণ। (Music & Art)

৪। স্কুল ভিত্তিক বৈদিক জ্ঞান প্রতিযোগিতা। (School Based Vedic Knowledge Competition)

৫। পি.এস.সি এবং জে.এস.সি কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা । (P.E.C & J.C.S)

৬। উত্তিষ্ঠত জাগ্রত ছাত্র ও অভিভাবক সম্মেলন। (Student & Parents Council)

৭। ভক্তিবেদান্ত ন্যাশনাল স্টুডেন্টস্ কম্পিটিশন। (Bhaktivedanta National Student’s Competiton)

৮। ভক্তিবেদান্ত স্কলারশীপ। (Bhaktivedanta Scholership)

৯। অভিভাবক কাউন্সেলিং। (Parents Counselling)

১০। শিক্ষক প্রশিক্ষণ কোর্স । (Teachers Training Course)

১১। পারমার্থিক শিক্ষা সফর। (Spiritual Study Tour)

১২। বিভিন্ন উৎসব উদযাপন। (Various Festival)

১৩। মহাপ্রসাদ বিতরণ। (Prasadam Distribution)

১৪। গ্রন্থ বিতরণ। (Book Distribution)

 

JCS

From the very early age of life, one has to take the path devotion, since whatever is received at that time, is firmly fixed on one’s nature. Therefore, Prahlad Maharaj says in the Srimad Bhagavatam as follows-

kaumära äcaret präjïo

dharmän bhägavatän iha

durlabhaà mänuñaà janma

tad apy adhruvam arthadam

“One who is sufficiently intelligent should use the human form of body from the very beginning of life—in other words, from the tender age of childhood—to practice the activities of devotional service, giving up all other engagements. The human body is most rarely achieved, and although temporary like other bodies, it is meaningful because in human life one can perform devotional service. Even a slight amount of sincere devotional service can give one complete perfection.”

Keeping the mind on the vision above, Jagrata Chatra Samaj (student preaching) has been introduced. In accordance to that, this program facilitate through arranging training the students to become Krsna consciousness and making them active preacher for future.

Over the year, various devotees are involved in different aspects of school preaching. The goals are to organize systematic program for students in schools and colleges (local and also around), to have discourses on Bhagavad gita and other basic philosophy based on Srila Prabhupada’s books and to finally make them strong Krishna conscious devotees. In spite of various problems, the department is still working hard to achieve their goals and preach to the students and make them into intelligent preachers.

REGULAR ACTIVITIES OF JAGRATA CHHATRA SAMAJ

Each student group meets either in the school or in any student’s house for one and a half hours weekly. First they chant Hare-Krsna Maha-Mantra, recite mangalacharana (prelude) and one verse from Bhagavad-gita. Next they read from the book named ‘Jagrata Cetana’ (text books with 100 basic spiritual questions and answers), has been published for them. Devotees, organize the program, ask different questions from the books, and also discuss about particular topics related to ISKCON and Srila Prabhupada and give a task for next week. Students also share their realizations of the day. They chant one round of Hare-Krsna Maha-Mantra again and the program ends with taking Prasadam (Lord’s remnants).

Every year, an annual Student Conference is held. Moreover, for the benefit of the society, the student groups organize seminars, local pandal programs, class, drama and video-show in different areas regularly.

Updated: 24th December, 2021