ইসকন স্বেচ্ছাসেবক

ইসকন স্বেচ্ছাসেবক

সেবা দ্বারাই ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ সম্ভব

ইসকন স্বেচ্ছাসেবকদের কার্যক্রম:

গ্রন্থ বিতরণ, প্রসাদ বিতরণ, মন্দির সজ্জ্বা ।

নগর সংকীর্তনে অংশগ্রহণ ও শৃঙ্খলা প্রদান করা।

মন্দির কেন্দ্রিক বাংলাদেশের যে কোনো স্থানে বিভিন্ন অনুষ্ঠানে সেবা প্রদান করা।

মন্দিরের শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদানে সহায়তা করা।

অপ্রাকৃত সেবার উদ্দেশ্য:

স্বেচ্ছায় অপ্রাকৃত ভগবৎ সেবার মাধ্যমে আত্মতত্ত্ব উপলব্ধি করে ভগবদভক্তি লাভ করা। বিশ্বব্যপি শ্রীচৈতন্যমহাপ্রভুর আদর্শ ও অভিলাষ পূরণার্থে দৃঢ় সংকল্প বদ্ধ থাকা।

ভগবানের নিত্য দাস ও প্রভুপাদের আদর্শের সৈনিক হওয়া।

মন্দিরে আগত সমস্ত ভক্তবৃন্দের প্রতি সুন্দর ও সাহায্য পূর্ণ ব্যবহারের মাধ্যমে শ্রীল প্রভুপাদের মর্যাদা বৃদ্ধি করা।

স্বেচ্ছাসেবক গ্রুপ সমূহ:

(১) জগন্ন্থ গ্রুপ (২) নৃসিংহ গ্রুপ (৩) বলরাম গ্রুপ

বিস্তারিত তথ্য ও যোগাযোগ

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)

স্বেচ্ছাসেবক বিভাগ

স্বামীবাগ আশ্রম, ৭৯ স্বামীবাগ রোড, ঢাকা-১১০০।

 মোবাইল: ০১৭৩০০৫৯২০৭, ০১৭১৫০০১২৪০